Porichoy (পরিচয়) Lyrics - Anupam Roy
Porichoy (পরিচয়) Song Is Sung by Anupam Roy. Nijer Porichoy Nijer Bhashay Khuje Nao Song Lyrics Written by Anupam Roy. Porichoy (পরিচয়) Song is an outstanding Bengali song that premiered on 20th Feb 2020.
- Music, lyrics, vocals & acoustic guitar: Anupam Roy
- Electric guitar: Rishabh Ray
- Bass guitar: Kaustav Biswas
- Piano, organ, and programming: Nabarun Bose
- Recorded, mixed & mastered by Srirup Chatterjee
- Copyright: Anupam Roy Creations (ARC)
Porichoy (পরিচয়) Lyrics - Anupam Roy
যদি ওরা তোমায় চিনতে চেয়ে
প্রশ্ন করে বলো তুমি কে?
হাসি মুখে জবাব দিও ভাই
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।
যদি ওরা হিংসা বেচে খায়
উগ্রবাদের বিষ ঢালতে চায়,
তুমি ওদের ফুলের গন্ধ দাও
যুক্তিবাদের তর্কে জিতে যাও।
নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
ঘৃণার পতাকা উড়তে দিয়ো না,
নিজের পরিচয় নিজে তৈরি করে নাও
ধর্মের শেকলে মানুষকে বেঁধো না।
হিন্দু বা মুসলমান হতে চাই না
তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেও চাই না,
বিবেধের সব দেয়াল ভেঙে ফেলে
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
যদি কেউ গাইতে না দেয় গান
যদি চায় পুড়িয়ে ফেলতে প্রাণ,
সেই আগুন তুমি কেড়ে নাও
প্রতিবাদের মশাল জ্বেলে দাও।
নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
ঘৃণার পতাকা উড়তে দিয়ো না,
নিজের পরিচয় নিজে তৈরি করে নাও
ধর্মের শেকলে মানুষকে বেঁধো না,
না, নানা, না।
হিন্দু বা মুসলমান হতে চাই না
তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেও চাই না,
বিবেধের সব দেয়াল ভেঙে ফেলে
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।